নিউইয়র্ক
বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নিউইয়র্ক, কম ব্যয়ের শহর কলম্বো
জীবনযাত্রায় ২০২২ সালে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে রয়েছে যৌথভাবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক এবং সিঙ্গাপুর, আর সবচেয়ে কম ব্যয়ের শহর শ্রীলঙ্কার কলম্বো।২০২১ সালে নিউ ইয়র্ক সিটি ছিল ষষ্ঠ স্থানে।
জীবনযাত্রার ব্যয়ের কয়েকটি সুচকে যে পরিচালিত জরীপের পর গত ২রা ডিসেম্বর শুক্রবার ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের পক্ষে এ তথ্য জানানো হয়েছে। ইকোনোমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের জরিপ দলের প্রধান উপাসনা দত্ত গণমাধ্যমকে বলেন, '১৭২ শহরের ওপর জরিপ চালিয়ে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।'
ব্যয়বহুল শহরের তালিকায় ৩য় অবস্থানে আছে ইজরাইলের জেরুজালেম। গত বছর সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকার শীর্ষে ছিল তেল আবিব। তালিকায় চতুর্থ অবস্থানে আছে হংকং ও পঞ্চম অবস্থানে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।
জরিপের পর আরো জানা যায়, ২০২২ সালে বিশ্বের বড় শহরগুলোয় গড় ব্যয় বেড়েছে ৮ দশমিক ১ শতাংশ পর্যন্ত। ইউক্রেন যুদ্ধ ও করোনা মহামারির প্রভাবকে মূল্যস্ফীতির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে জরিপের উপর প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, সবচেয়ে বেশি মূল্যস্ফীতি হয়েছে তুরস্কের ইস্তানবুলে (৮৬ শতাংশ)। এরপর আর্জেন্টিনার বুয়েনস এইরেস (৬৪ শতাংশ) ও ইরানের তেহরানে (৫৭ শতাংশ)।
সবচেয়ে কম ব্যয়ের শহরের তালিকার শীর্ষে আছে কলম্বো। দ্বিতীয় অবস্থানে ভারতের বেঙ্গালুরু ও তৃতীয় অবস্থানে আলজিরিয়ার আলজিয়ার্স।
তালিকায় চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে ভারতের চেন্নাই ও আহমেদাবাদ।ষষ্ঠ ও সপ্তম স্থানে যথাক্রমে সুইজারল্যান্ডের জুরিখ ও জেনেভা, অষ্টম স্থানে যুক্তরাষ্ট্রের সান ফান্সিসকো, নবম স্থানে ফ্রান্সের প্যারিস ও ১গম স্থানে ডেনমার্কের কোপেনহেগেন।

