বিনোদন
চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে দিলো জাপান
দুই বদলি খেলোয়াড়ের গোলে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে গত ২৩ নভেম্বর বুধবার ২-১ গোলে হারিয়ে দিলো জাপান৷ এদিকে ক্রোয়েশিয়া ও মরক্কোর মধ্যে ২৩ নভেম্বরের বুধবারের প্রথম খেলাটি ০-০ গোলে ড্র হয়েছে৷
ম্যাচের প্রথম গোলটি পেয়েছিল জার্মানি৷ ৩৩ মিনিটের সময় জাপানের গোলরক্ষক গন্ডা জার্মানির রাউমকে ফাউল করলে পেনাল্টি দেন রেফারি৷ সেই সুযোগ সহজেই কাজে লাগান গুনডোয়ান৷ দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে প্রথম গোল পায় জাপান৷ মিনামিনোর নেয়া শট জার্মান গোলরক্ষক নয়ার ঠেকিয়ে দিলে ফিরতি বল থেকে গোল করেন ৭১ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা দোয়ান৷
এরপর ৮৩ মিনিটের সময় গোল করেন আসানো৷ ইতাকুরার ফ্রি-কিক থেকে বল পেয়ে শ্লটারবেককে বোকা বানিয়ে গোল করেন ৫৭ মিনিটে বদলি হিসেবে খেলতে নামা আসানো৷ জাপানের ২১টি বিশ্বকাপ গোলের মধ্যে চারটি দিয়েছেন বদলি খেলোয়াড়রা৷
জাপানের প্রথম গোলের আগে গোলসংখ্যা বাড়ানোর সুযোগ পেয়েছিল জার্মানি৷ কিন্তু জাপানের গোলরক্ষক গন্ডার কারণে তা সম্ভব হয়নি৷ আট মিনিটের সময় জাপানের মায়েদার দেয়া একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়৷ প্রথমার্ধ শেষ হওয়ার কিছুক্ষণ আগে ভিডিও রেফারি জার্মানির হাভার্ৎসের একটি গোল বাতিল করে দেন৷
গত বিশ্বকাপে প্রথম রাউন্ড পেরোতে পারেনি ২০১৪ সালের বিশ্বকাপ জয়ী জার্মানি৷ জার্মানির পরের খেলা রোববার স্পেনের বিরুদ্ধে৷ একইদিন মাঠে নামবে জাপান ও কস্টারিকা৷

