যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে হিন্দুত্ববাদীদের মামলা থেকে নিষ্কৃতি ইতিহাসবিদ অড্রি ট্রুসকাকে
কলকাতা : যুক্তরাষ্ট্রের হিন্দুত্ববাদী সংগঠন ‘হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের’ করা একটি মানহানির মামলা থেকে ইতিহাসের অধ্যাপক অড্রি ট্রুসকা এবং আরও চারজনকে গত মঙ্গলবার খালাস দিয়েছেন কলম্বিয়া ডিস্ট্রিক্ট আদালত। গতকাল বৃহস্পতিবার অধ্যাপক ট্রুসকা এই খবর জানিয়েছেন।
দক্ষিণ এশিয়ার ইতিহাসের আন্তর্জাতিক বিশেষজ্ঞ ট্রুসকা এই সিদ্ধান্তে উচ্ছ্বসিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, তাঁর জীবনে ‘বড়দিন আগে এল, নাকি দিওয়ালি এল কয়েক দিন পরে’, তা তিনি জানেন না।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন ট্রুসকা এবং অন্যদের বিরুদ্ধে একটি স্ল্যাপ মামলা দাখিল করেছিল। স্ল্যাপ এমন এক ধরনের মামলা, যার মাধ্যমে সাধারণ মানুষকে কোন পক্ষের বিরুদ্ধে মামলা করা থেকে বিরত রাখা যায় বা নিয়ন্ত্রণ করা যায়। এই মামলা করা হয় যাতে তাঁরা যাঁদের বিরুদ্ধে মামলা করছেন, তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ বা সমালোচনা ফিরিয়ে নিতে বাধ্য হন।
ট্রুসকা লিখেছেন, ‘বিচারপতি মেহতা হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের স্ল্যাপ মামলাটি খারিজ করে দিয়েছেন। আগামী সপ্তাহগুলোতে আমি এ নিয়ে বিস্তারিত মন্তব্য করব, কিন্তু চরম দক্ষিণপন্থীদের সঙ্গে লড়াইয়ে এটি একটি বড় জয়।’
অধ্যাপক ট্রুসকার সঙ্গে গত বেশ কিছু বছর ধরে ধারাবাহিকভাবে লড়াই চলছে ভারতের হিন্দুত্ববাদী শক্তি এবং আন্তর্জাতিক হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলোর। ট্রুসকা ধারাবাহিকভাবে ভারতের হিন্দু জাতীয়তাবাদের সমালোচনা করেছেন এবং করছেন, যে কারণে তাঁকে মামলা এবং সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। তাঁকে ভারতবিরোধী শক্তির প্রতিনিধি হিসেবেও চিহ্নিত করা হয়েছে। হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের করা স্ল্যাপের কারণ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল–জাজিরায় প্রকাশিত দুটি প্রতিবেদন।
২০২১ সালের এপ্রিল মাসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছিল, কোভিডের ত্রাণে ৮ লাখ ৩৩ হাজার ডলার দেওয়া হয়েছিল হিন্দু আমেরিকান ফাউন্ডেশন এবং যুক্তরাষ্ট্রেরই চারটি হিন্দুত্ববাদী ফাউন্ডেশনকে।
হিন্দু আমেরিকান ফাউন্ডেশন অধ্যাপক ট্রুসকা ছাড়াও যাঁদের বিরুদ্ধে মামলা করেছিল তাঁরা হলেন, আমেরিকার ভারতীয় মুসলিম পরিষদের কার্যনির্বাহী পরিচালক রশিদ আহমেদ এবং ‘হিন্দুস ফর হিউম্যান রাইটস’ নামে একটি সংগঠনের দুই প্রতিষ্ঠাতা সদস্য সুনিতা বিশ্বনাথ ও রাজু রাজাগোপাল। এ ছাড়া ওই তালিকায় রয়েছেন, উত্তর আমেরিকার ইন্ডিয়ান–আমেরিকান খ্রিস্টান অর্গানাইজেশনের সভাপতি জন প্রভুডস নামে এক ব্যক্তি।
২০০৩ সালে প্রতিষ্ঠিত হিন্দু আমেরিকান ফাউন্ডেশন আমেরিকার একটি সংস্থা, সংস্থার কাজ হল হিন্দুদের বক্তব্যকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরা। ভারতের জাতীয়তাবাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের আমেরিকার শাখা থেকেই এই ফাউন্ডেশনের উৎপত্তি। আমেরিকায় হিন্দুত্ববাদী যে ছাত্রসংগঠন রয়েছে, সেই সংগঠনও রয়েছে এই ফাউন্ডেশনের পিছনে। এই সংস্থার অন্যতম অভিযোগ যে আমেরিকার বিশ্ববিদ্যালয় হিন্দুত্বের বিরুদ্ধে সংগঠিতভাবে কাজকর্ম করা হয়। সেই কাজকর্মের বিরোধিতা হিন্দু আমেরিকান ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। সংস্থাটি গত কয়েক বছরে আমেরিকায় যথেষ্ট জনপ্রিয় হয়েছে।সুনিতা বিশ্বনাথ, রাজু রাজাগোপাল এবং জন প্রভুডসকে আল–জাজিরার প্রতিবেদনে উদ্ধৃত করা হয়েছিল। ট্রুসকা প্রতিবেদনটি টুইট করেছিলেন।
দুটি প্রতিবেদনের একটি লেখার কারণে সাংবাদিক রাকিব হামিদ নায়েকের নামেও মামলা করা হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বার্তায় রাকিব লিখেছেন, বিচারপতি তাঁর রায়ে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার সম্পর্কেও বিস্তারিত মন্তব্য করেছেন। হিন্দু আমেরিকান ফাউন্ডেশন সম্পর্কেও তথ্য দেওয়া হয়েছে বলে রাকিব জানিয়েছেন।

