কমিউনিটি

ট্রাম্প আমলের অভিবাসী নীতিমালা বাতিলে ফেডারেল বিচারকের রায়

নভেম্বর ১৯, ২০২২ ৭:৫৭ বিকাল
ট্রাম্প আমলের অভিবাসী নীতিমালা বাতিলে ফেডারেল বিচারকের রায়

ওয়াশিংটন ডিসি: সাবেক  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অ্যাসাইলাম বিধিনিষেধ তুলে নিতে বাইডেন প্রশাসনকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের এক ফেডারেল বিচারক। কভিড-১৯ মহামারির সময়ে ট্রাম্প প্রশাসনের জারিকৃত এ আইন সীমান্তরক্ষী বাহিনীর মূলভিত্তি ছিল। 

মার্কিন ডিস্ট্রিক জাজ এমেট সুলিভান এ আইনের তাৎক্ষণিক বাতিল চেয়ে বলেন, এটি একটি অবিবেচনা ও কৌতুকপূর্ণ আইন। পরিবার ও একক ব্যক্তির ক্ষেত্রে এ আইনের বাতিল হওয়া প্রয়োজন। কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বিচার বিভাগ নতুন আদেশটির কার্যকর হওয়ার সময় ২১ ডিসেম্বর পর্যন্ত পেছাতে নির্দেশনা দেয়। আইনটি কার্যকর করতে পাঁচ সপ্তাহ সময় দেওয়া হয়। এ সময় বাদীপক্ষ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বিলম্ব প্রক্রিয়ার জন্য কোনো প্রতিবাদ জানায়নি।

ইউএস অ্যাটর্নি জানান, মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য এই পরিবর্তনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে- যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষায় এটি তার কার্যক্রম চালিয়ে যাবে এবং সুশৃঙ্খলভাবে এর সীমান্ত কার্যক্রম পরিচালনা করবে।

৪৯ পৃষ্ঠার এক রায়ে সুলিভান উল্লেখ করেন, কর্তৃপক্ষ অভিবাসীদের ওপর এ আইনের প্রতিক্রিয়া সম্ভাব্য বিকল্প উপায়ে বের করতে ব্যর্থ হয়েছে। সুলিভানের এ রায় কার্যকর হলে অভিবাসীদের ফেরত পাঠাতে মার্কিন সীমান্তরক্ষী বাহিনীর অধিকার খর্ব করা হবে।