আর্ন্তজাতিক
প্রধানমন্ত্রীকে নিয়ে ছুটলো ঢাকার মেট্রোরেল
ঢাকা: আনুষ্ঠানিকভাবে মেট্রোরেলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর এক সুধী সমাবেশে অংশ নিয়ে বক্তব্য দেন তিনি। পরে প্রথম যাত্রী হিসেবে সঙ্গীদের নিয়ে মেট্রোযাত্রা শুরু করেন। গত বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে টিকিট কেটে মন্ত্রী, সচিব, জাইকা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্টদের নিয়ে মেট্রোযাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন
ঢাকায় মার্কিন দূতাবাস দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে।নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে মিশন বলেছে, ‘আমরা মরিয়ম আফিজাসহ ছয় নারী মেট্রোরেল অপারেটরের উদ্দেশে একটি বিশেষ ধ্বনিসহকারে সাধুবাদ দিতে চাই।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের ছয় মাসের মধ্যেই, দেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে আরেক মাইলফলক স্থাপন করে, আজ দেশের প্রথম এলিভেটেড মেট্রোরেল উদ্বোধন করেছেন। তিনি শহরের দিয়াবাড়িতে মেট্রোরেল প্রকল্পের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬-এর ‘দিয়াবাড়ি থেকে আগারগাঁও’ পর্যন্ত ১১.৭৩ কিলোমিটার অংশের ফলক উন্মোচন করেছেন। সূত্র : বাসস

