বিনোদন

ডেনমার্ক-টিউনিশিয়া ম্যাচ ড্র

নভেম্বর ২৬, ২০২২ ১০:০৩ দুপুর
ডেনমার্ক-টিউনিশিয়া ম্যাচ ড্র

২২ নভেম্বর মঙ্গলবারের দ্বিতীয় খেলায় ডেনমার্ক ও টিউনিশিয়া ০-০ গোলে ড্র করেছে৷ যদিও দুই দলই গোলের ভালো সুযোগ তৈরি করেছিল৷ তবে দুই গোলরক্ষকের দক্ষতায় কেউ সফল হয়নি৷

এই খেলার মধ্য দিয়ে প্রায় দেড় বছর পর বড় কোনো প্রতিযোগিতায় ফিরলেন ডেনমার্কের এরিকসন৷ ইউরো ২০২০ এ খেলার সময় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি৷ খেলার দ্বিতীয়ার্ধে দূর থেকে নেয়া তার একটি শট ঠেকিয়ে দেন টিউনিশিয়ার গোলরক্ষক আইমেন ডাখমেন৷

প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে গোলের ভালো সুযোগ তৈরি করেছিলেন টিউনিশিয়ার ইসাম জেবালি৷ তবে তার শটটি একহাতে ঠেকিয়ে দেন ডেনিশ গোলরক্ষক কাস্পা স্মাইশেল৷

ডি গ্রুপের প্রথম খেলায় মুখোমুখি হওয়া ডেনমার্ক ও টিউনিশিয়ার ফিফা ব়্যাংকিং যথাক্রমে ১০ ও ৩০৷ টিউনিশিয়ার অনেক নাগরিক কাতারে কাজ করায় স্টেডিয়ামে তাদের উপস্থিতি বেশ ভালো ছিল৷

ডেনমার্কের পরের খেলা শনিবার ফ্রান্সের বিরুদ্ধে৷ একইদিন টিউনিশিয়া অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে৷