যুক্তরাষ্ট্র

জর্জিয়ায় জয়, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল বাইডেনের দল

ডিসেম্বর ১০, ২০২২ ৪:০৩ দুপুর
জর্জিয়ায় জয়, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল বাইডেনের দল

যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় সিনেট নির্বাচনে জয় পেয়েছে ডেমোক্রেটিক দল। ভোটে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়ালকারকে হারিয়ে দেন ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ারনক। এই জয়ের ফলে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল ডেমোক্র্যাটরা।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গতকাল মঙ্গলবার জর্জিয়া সিনেট আসনে দ্বিতীয় দফার ভোট অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ভোটে রিপাবলিকান প্রার্থী হার্শেল ওয়ালকারকে হারান রাফায়েল।

এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে প্রথমবারের মতো একজন কৃষ্ণাঙ্গ হিসেবে জর্জিয়ার সিনেটর নির্বাচিত হন ডেমোক্র্যাট রাফায়েল ওয়ারনক। এবারের নির্বাচনে রাফায়েল পুনর্নির্বাচিত হওয়ায় মার্কিন সিনেটে ৫১-৪৯ আসনে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন ডেমোক্র্যাটরা। অন্যদিকে, মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে সামান্য ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে রিপাবলিকান পার্টি।

জর্জিয়া সিনেটে জয়ের পর রাফায়েলকে ফোন দিয়ে অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। টুইট করে তিনি এ কথা জানিয়েছেন। তিনি বলেছেন, জর্জিয়ার ভোটাররা গণতন্ত্রের পক্ষে দাঁড়িয়েছেন।