খেলা

বেলজিয়ামের বিদায় মরক্কোর ইতিহাস

ডিসেম্বর ০৩, ২০২২ ৭:০৪ সকাল
বেলজিয়ামের বিদায় মরক্কোর ইতিহাস

সর্বশেষ ১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে খেলেছিল মরক্কো। মাঝে পেরিয়ে গেছে তিন যুগ। ৩৬ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল আফ্রিকার দেশটি। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কানাডাকে ২-১ গোলে হারিয়ে গত আসরের তৃতীয় বেলজিয়ামকে পেছনে ফেলে কাতার বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে মরক্কো। আর ক্রোয়েশিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করে ২৪ বছর পর বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিল বেলজিয়াম। ‘এফ’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ডে উঠেছে মরক্কো ও ক্রোয়েশিয়া।

বেলজিয়ামের পতন : ২০১৮ রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালিস্ট ছিল তারা। পরে তৃতীয় হয়ে শেষ করেছিল গত আসর। রাশিয়া বিশ্বকাপে তৃতীয় হওয়ার আগে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলেছিল দলটি। কিন্তু সর্বশেষ ১৯৯৮ ফ্রান্স বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিল বেলজিয়াম। গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামের ম্যাচটিতে নামার আগেই নিজেদের পথটা কঠিন করে তোলে বেলজিয়াম। কোনোমতে কানাডার বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছিল তারা। কিন্তু আফ্রিকার দেশ মরক্কোর কাছে ২-০ গোলে হেরে যায় বেলজিয়াম। এতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সমীকরণ কঠিন হয়ে যায় ডি ব্রুইনা-হ্যাজার্ডের জন্য। তাই ম্যাচের শুরু থেকে শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত সেটি করে গেছে লুকা মদরিচের দল। সেই সুযোগে ক্রোয়েটদের চেপে ধরেছিল বেলজিয়াম। সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন লুকাকু-হ্যাজার্ডরা। বিশেষ করে ম্যাচে ৯০ মিনিটে ফাঁকা পোস্ট পেয়েও বল করতে পারেননি লুকাকু। গোল না পাওয়ার আক্ষেপ নিয়ে কাতার বিশ্বকাপ থেকে ছিটকে যায় বেলজিয়াম।

গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো: কানাডার বিপক্ষে মরক্কোর সমীকরণ ছিল সহজ। জয় কিংবা ড্রতে নকআউট পর্বে খেলবে আফ্রিকার দল। জয় দিয়েই সমীকরণটি মিলিয়েছে আশরাফ হাকিমিরা। কানাডাকে ২-১ গোলে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে মরক্কো। প্রথমার্ধে ছয়টি আক্রমণ থেকে দুই গোল আদায় করে নেয় মরক্কো। ম্যাচের ৪ মিনিটে হাকিম জিয়েচের গোলে এগিয়ে যায় আফ্রিকার দলটি। এরপর ২৩ মিনিটে ইউসুফ এন নেসেরি গোল ব্যবধান দ্বিগুণ করেন। ৪০ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে ফেলেন ডিফেন্ডার নায়েফ আগার্ড। কাতার বিশ্বকাপে এটি প্রথম আত্মঘাতী গোলের রেকর্ড। এ ছাড়া এটি বিশ্বকাপের শততম আত্মঘাতী।