আর্ন্তজাতিক

‘৭১-এর পরাজয় রাজনৈতিক, আত্মসমর্পণকারী সেনা ছিল মাত্র ৩৪ হাজার’-পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ

নভেম্বর ২৫, ২০২২ ৮:০৭ রাত
‘৭১-এর পরাজয় রাজনৈতিক, আত্মসমর্পণকারী সেনা ছিল মাত্র ৩৪ হাজার’-পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ

ইসলামাবাদ: উত্তরসূরি অসিম মুনিরের হাতে সেনাপ্রধানের দায়িত্ব দিয়ে শীঘ্রই অবসরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া। সেনাপ্রধান হিসেবে গত ২৩ নভেম্বর বুধবার সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার্সে জনগনের উদ্দেশে দেয়া শেষ ভাষণে বাজওয়া বেশ কিছু ঐতিহাসিক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন।  ৭১-এ বাংলাদেশের স্বাধীনতা লাভের বিষয়টি নিয়েও নিজস্ব মতামত দিয়েছেন তিনি। 

তার ভাষণে তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে গৃহযুদ্ধ হিসেবে উল্লেখ করে দাবি করেছেন, এই পরাজয় মোটেও সামরিক ব্যর্থতা নয়, এটি সম্পূর্ণ রাজনৈতিক ব্যর্থতা। তিনি বলেন, আমি এখানে কিছু তথ্য সঠিক করতে চাই। সাবেক পূর্ব পাকিস্তান (বাংলাদেশের স্বাধীনতার দিকে ইঙ্গিত করে) ছিল রাজনৈতিক ব্যর্থতা, সামরিক ব্যর্থতা নয়। 

তিনি দাবি করেন, ৯২ হাজার সেনার (আত্মসমর্পণ) যেই তথ্যটি দেয়া হয়, তা সঠিক নয়। সেখানে সেনা সংখ্যা ছিল ৩৪ হাজার। বাকিরা সরকারের অন্যান্য বিভাগের লোকজন।  বাজওয়া বলেছেন, এই ৩৪ হাজার সেনা যুদ্ধক্ষেত্রে ২ লাখ ৫০ হাজার ভারতীয় সেনা ও ২ লাখ মুক্তি বাহিনীর বিরুদ্ধে লড়েছে। 

তিনি বলেন, ‘এই কঠিন প্রতিকূলতার বিরুদ্ধে, আমাদের সেনাবাহিনী সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং অনুকরণীয় ত্যাগ স্বীকার করেছে যা ভারতীয় সেনাপ্রধান ফিল্ড মার্শাল মানেকশ স্বীকার করেছেন।’  তার মতে, ৭১-এর যুদ্ধে অবদান রাখা সেনাদের কথা স্বরণ করা হয় না। যা একটি ‘মহা অন্যায়’।

জেনারেল বাজওয়া ছয় বছর সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়ার পর মাসের শেষের দিকে অবসর নেবেন। তার স্থলাভিষিক্ত হবেন সাবেক আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনির।